অস্থিভঙ্গ ও অস্থিসন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা
কোন লিগামেন্ট ছিড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে?
মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে। দ্রুত ঘোরাতে বা মোচড়াতে গেলে গোড়ালির বাইরের ও পাশের অংশে লিগামেন্ট ছিড়ে এ অবস্থা সৃষ্টি হয়। হাঁটুতে মোট চারটি লিগামেন্ট রয়েছে। এদের মধ্যে
হাঁটুর সামনের দিকে অবস্থিত Anterior Cruciate Ligament(ACL) সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
খেলতে গিয়ে বাদলের হাতের ঊর্ধ্ববাহুর হাড় আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে গেলে ডাক্তার বললেন হাড় ভেঙে গেছে। হাড়ের টুকরা ত্বক ভেদ করে বেড়িয়ে না এলেও চিকিৎসক তাকে প্লাস্টার লাগিয়ে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন।
সাইনোভিয়াল অস্থিসন্ধির বৈশিষ্ট্য হলো-
অস্থিসমূহ সরাসরি সংযুক্ত থাকে
হাড়ের প্রান্তে সংযোগী কোমলাস্থি থাকে
গহ্বরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে
নিচের কোনটি সঠিক?
সিমফাইসিস নিচের কোন ধরনের অস্থি সন্ধি?
দাঁত ও চোয়াল কোটরের মধ্যস্থিত সন্ধি নিম্নের কোনটি?