গতি বিষয়ক রাশিমালা
কোন সাইকেল আরোহী একখানা 84 মিটার পশ্চাৎ হতে 20ms-1 মি.সে সমবেগে তার দিকে যাত্রা করলো। একই সময় ইঞ্জিনটি 2ms-2 সমত্বরণে সম্মুখের দিকে যাত্রা শুরু করলো। তারা কখন মিলিত হবে? উত্তরটি ব্যাখ্যা করো।
ধরি, সময় পরে মিলিত হবে, সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত দুরত্ব
ইঞ্জিন কর্তৃক অতিক্রান্ত দুরত্ব
অর্থাৎ, সাইকেলটি 6s পরে ইঞ্জিনকে অতিক্রম করে সামনে যাবে এবং 14s পরে ইঞ্জিনটি সাইকেলকে পুনরায় অতিক্রম করবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিনা বাধায় ভূপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়তে কত সময় লাগে?
একটি বস্তুকে vo আদিবেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে?
176.4m উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি পাথরকে আনুভূমিক বরাবর ছোড়া হলো। পাথরটি টাওয়ারের পাদদেশ থেকে 96m দূরে ভূমিতে গিয়ে পড়ল। পাথরটি কত সময় পর ভূমিতে এসে পড়ল? কী দ্রুতিতে পাথরটি ছোড়া হয়েছিল? g = 9.8m/s-²
একটি বস্তুকে 4.9 ms-1 বেগে খাড়া ওপরের দিকে ছোড়া হলো। বস্তুটি কতক্ষণ শূন্য থাকবে?