ডেটাবেজ সিকিউরিটি
কোনটি এনক্রিপশনের উপাদান ?
ডেটা এনক্রিপশনের প্রধানত চারটি অংশ রয়েছে। যেমন-
১. প্লেইনটেক্সট (Plaintext) : এনক্রিপ্ট করার পূর্বের ডেটা; যা পাঠ করা যায় তাকে প্লেইনটেক্সট (Plaintext) বলে।
২. সাইফারটেক্সট (Ciphertext) : এনক্রিপ্ট করার পরের ডেটা, যা এলোমেলো অবস্থায় থাকে এবং পাঠ করা যায়না তাকে সাইফারটেক্সট (Ciphertext) বলে ।
৩. এনক্রিপশন অ্যালগরিদম (Encryption Algorithm) : যে গাণিতিক ফর্মুলার মাধ্যমে প্লেইনটেক্সট থেকে সাইফারটেক্সট আবার সাইফারটেক্সট থেকে প্লেইনটেক্সট-এ রূপান্তর করা হয় তাকে এনক্রিপশন অ্যালগরিদম বলে।
৪. সিকিউরিটি কোড: যে গোপন সংকেত বা কোডের মাধ্যমে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয় তাকে সিকিউরিটি কোড বলে।
তাই এখানে সবগুলোই হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই