বাংলা ভাষার শব্দভান্ডার ও শব্দের শ্রেণিবিভাগ
কোনটি খাঁটি বাংলা শব্দ নয়?
"লড়াই" শব্দটি খাঁটি বাংলা শব্দ নয়। এটি একটি ফার্সি শব্দ। বাকি শব্দগুলো (ঢাক, ঢোল, টেকি) খাঁটি বাংলা শব্দ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'বুমেরাং' শব্দটি কোন দেশীয়?
'ড্রামা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) অনুচ্ছেদ থেকে বিশেষণ বাছাই করে লেখ (যেকোনো পাঁচটি):
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অদম্য বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই গৌরবময় ও ঐতিহ্যবাহী ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।
(ক) ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:
i) বিপদ কখনও একা আসে না।
ii) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
iii) হে বন্ধু বিদায়।
iv) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
v) বুঝিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
vi) পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
vii) সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
viii) শাবাশ! দারুণ খেলেছে বাংলাদেশ।