ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব
কোনটি স্ফটিক হতে পারে?
ভাইরাসের জড়-রাসায়নিক বৈশিষ্ট্য:
১. ভাইরাস অকোষীয়, এদের কোনো প্রকার কোষীয় অঙ্গাণু ও বিপাকীয় এনজাইম নেই।
২. জীবকোষের সাহায্য ছাড়া ভাইরাস স্বাধীনভাবে প্রজননক্ষম নয়।
৩. এদের পরিশ্রুত করে স্ফটিকে বা কেলাসে পরিণত করা যায়।
৪. এদের সেন্ট্রিফিউজ করা, ব্যাপন করা, পানির সাথে মিশিয়ে সাসপেনশন করা ও তলানিকরণ করা যায়।
৫. জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কর্ণার মতো নিষ্ক্রিয়।
৬. ভাইরাসের মধ্যে শ্বসন, রেচন, পুষ্টি, চলন, বৃদ্ধি ইত্যাদি শারীরবৃত্তীয় ক্রিয়া লক্ষ করা যায় না।
৭. এরা আকারে বৃদ্ধি পায় না এবং বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয় না।
৮. এদের শক্তি উৎপাদনকারী কোনো তন্ত্র নেই।
৯. রাসায়নিকভাবে এরা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র।
১০. ভাইরাস কখনো আয়তনে বৃদ্ধি পায় না এবং কৃত্রিম মাধ্যমে এদের বৃদ্ধি ঘটে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই