বিলাসী
'চারক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাইতো একদিন বড় হইয়া সামাজের মাথা হয়।' উদ্ধৃতাংশে কী প্রকাশ পেয়েছে?
• "চারক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাইতো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়।" এই উদ্ধৃতাংশে বিদ্যার্জনের কষ্ট প্রকাশ পেয়েছে। এখানে বলা হচ্ছে, বিদ্যা অর্জন করতে যে পরিশ্রম ও কষ্ট হয়, তা সম্বন্ধে একটি গভীর বার্তা দেওয়া হচ্ছে। লেখক বলেছেন, যে ছেলেরা পরিশ্রম করে বিদ্যা অর্জন করে, তারা ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এটা বিদ্যার গুরুত্ব এবং অর্জনের কষ্টের প্রতি সম্মান জানানো হয়েছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'বিলাসী' গল্পে 'ওপরের আদালতের হুকুমে'- বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
'গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।'
এখানে 'সুনাম' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।
এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোঁড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। ধম দিয়া বলিলেন, মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া। ... কি জাতের ছেলেরে তুই? কাঙালী সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে।
উদ্দীপকের অধর বাবুর মনোভাব 'বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সংগতিপূর্ণ, তা হলো-
i. সংকীর্ণতা
ii. জাতি বৈষম্য
iii. অস্পৃশ্যতা
নিচের কোনটি সঠিক?