প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা

চিত্রে চিহ্নিত A অংশের নাম কি?
প্রশ্নে এসিলোমিট প্রাণীর অন্তর্গঠন দেখানো হয়েছ। যে সকল প্রাণীদের দেহে সিলোম অনুপস্থিত তাদেরকে এসিলোমেট্ বলা হয়। এ ধরনের প্রাণীর ভ্রুনীয় বিকাশের সময় দেহ প্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী স্থান ফাঁকা, অর্থাৎ ব্লাসটোসিল mesoderm উদ্ভূত স্পঞ্জী পারেনকাইমা কোষে পূর্ণ থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নটোকর্ড থাকে না-
ঘাসফড়িং
মশা
কেঁচো
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ছক-১ | ছক-২ |
প্রাণী: রুই মাছ গোলকৃমি ও ফিতাকৃমি | ছক-১ এ বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। |
অ্যামোসিটি হলো-
প্রাণিজগতে প্রাণীদের শনাক্তকরণে সিলোম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাছাড়া প্রতিসাম্যতাও প্রাণী শনাক্তকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়ে থাকে।