উত্তলোনের সুদ ও উত্তোলন হিসাব
জনাব করিম ডেল্টা লিমিটেডের একজন অংশীদার। তিনি মাসের প্রথমে ৮০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের উপর ৮% সুদ ধার্য করতে হবে। এক্ষেত্রে উত্তোলনের সুদ কত হবে?
মাসের প্রথমে উত্তোলন করলে উত্তোলনের সুদ ধার্য করতে হবে ৬.৫ মাসের।
উত্তোলনের সুদ = মাসিক উত্তোলন × সুদের হার × ৬.৫
= ৮০০ × ৮% × ৬.৫
= ৪২৬ টাকা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রীতি একটি অংশীদারী কারবারের একজন অংশীদার। চুক্তি অনুযায়ী তিনি বার্ষিক ৫% হারে প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে ৪০০০ টাকা করে উত্তোলন করেন। তার উত্তোলনের সুদের পরিমাণ কত?
চুক্তিতে উল্লেখ না থাকলে উত্তোলনের উপর কত সুদ প্রদান করা হয়?
ক একটি ব্যবসায়ের অংশীদার। তিনি প্রতি মাসের ১৫ তারিখে ব্যবসায় হতে ২,৫০০ টাকা উত্তোলন করে তার উত্তোলনের উপর ১,১২৫ টাকা সুদ হলে সুদের হার কত?