সবাত শ্বসন
জীবকোষের অভ্যন্তরে ঘটতে পারে—
i. সবাত শ্বসন
ii. অবাত শ্বসন
iii. গাঁজন
কোনটি সঠিক?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়,ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিনত হয়,তাকে শ্বসন বলে। শ্বসন দু’ভাগে বিভক্ত।সবাত শ্বসন ও অবাত শ্বসন।
জীবকোষের অভ্যন্তরে সবাত ও অবাত দুইটি ঘটতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শ্বসনের কোন পর্যায়ে এর প্রয়োজন হয়?
ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি?
কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।
দ্বিতীয় দলের উদ্ভিদে - এর গ্রাহক কোনগুলো?
ফসফোইনল পাইরুভিক এসিড
রাইবুলোজ -৫-ফসফেট
রাইবুলোজ-১,৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
Cyt-a3 তে O2 এর জারণের সময় অণুঘটক হিসেবে কাজ করে কোনটি?