আমি কিংবদন্তির কথা বলছি
তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল- এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে?
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে কোন পক্তিটিতে?
যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা
হলো-
i. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান
ii. মায়ের কোলে শুয়ে গল্প শোনা
iii. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা
নিচের কোনটি সঠিক?
‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির বিশেষ দিক হলো, এটি-