২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
ত্রিবন্ধনে ওজোন সংযোজনের ক্ষেত্রে কোনটি জরুরি?
ওজোন সংযোজন : অ্যালকাইনকে নিষ্ক্রিয় দ্রাবক এ দ্রবীভূত করে এর মধ্যে ওজোন গ্যাস চালনা করলে অ্যালকাইন ওজোনাইড নামক যুত যৌগ উৎপন্ন হয়। ওজোনাইডকে পানিসহ উত্তপ্ত করলে প্রথমে 2-অক্সো অ্যালকান্যাল অথবা অ্যালকাডাইওন ও উৎপন্ন হয়। পরে দ্বারা উৎপন্ন যৌগ জারিত হয়ে ত্রিবন্ধনের অবস্থান মতে ভিন্ন ভিন্ন কার্বক্সিলিক এসিড উৎপন্ন করে থাকে। যেমন, বিউটাইন-1 থেকে প্রোপোনোয়িক এসিড ও ফরমিক এসিড; অপরদিকে বিউটাইন-2 থেকে ইথানোয়িক এসিড উৎপন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই