১.৭ গ্রাহাম এর সূত্র : গ্যাস এর ব্যাপন ও অনু ব্যাপন
দু' মুখ খোলা 35 cm দৈর্ঘ্যের একটি পরিষ্কার শুষ্ক কাচনল নেয়া হয়। এখন দু'টুকরা তুলার একটিকে গাঢ় HCI ও অপর টুকরাকে গাঢ় দ্রবণ সিক্ত করে ঐ কাচনলের দুমুখে 5 cm দূরত্ব পর্যন্ত প্রবিষ্ট রাখা হয়। । তখন HCl গ্যাস ও গ্যাস একই বায়ুমন্ডল চাপ এবং একই তাপমাত্রায় কাচনলের ভেতর ব্যাপিত হতে থাকে। কিছু সময় পর এর সাদা ধোঁয়া সৃষ্টি হয় কোথায়?
ধরি, HCl সিস্ত তুলার প্রান্ত হতে শুরু করে (5+r₁) cm দূরত্বে এর সাদা ধোঁয়া সৃষ্টি হবে।
প্রশ্নমতে,
ব্যাপন সূত্র হতে,
r₁ এর মান নং সমীকরনে বসিয়ে,
HCl সিক্ত তুলা থেকে 10cm দূরত্বে এর সাদা ধোয়ার সৃষ্টি হয়েছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সমআয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও ৪০ সেকেন্ড সময় লাগে।
উদ্দীপকের আলোকে বলা যায়-
i. অক্সিজেন গ্যাসের ব্যাপন হার বেশি
ii. অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বেশি
iii. তাপমাত্রা ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
নিচের কোনটি সঠিক?
পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় 150 mg ওজন হারায়। প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়?
