২.৪ সমানুকরণ : জ্যামিতিক ও আলোক সমানুতা
দুটি অ্যান্টিপড এর ক্ষেত্রে সমাবর্তিত আলোক তল এর-
একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের এনানসিওমর্ফ (enantimorphs) বা এনানসিওমারস্ (enantiomers) বলা হয়। এদেরকে অ্যান্টিপড (antipodes) বা অ্যান্টিমার (antimers)ও বলা হয়। এ প্রকার আলোেক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়। দুটি এনানসিওমার সমাণুর ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম একই থাকে। তবে এক-সমতলীয় আলোতে আলোক সক্রিয়তা মাত্রায় সমান আবর্তন প্রদর্শন করলেও দিক ভিন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই