বিলাসী
নার্গিস বিদেশে গৃহকর্মীর কাজ করে। বিদেশে কাজ করার বিষয়টি তার এলাকার মানুষ পছন্দ করে না। তিন বছর পর নার্গিস বাড়ি ফিরে এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। নার্গিস প্রতিবাদী কণ্ঠে বলে “অসুস্থ মাকে রেখে কিছুতেই আমি কোথাও যাব না।”
উদ্দীপকের সঙ্গে 'বিলাসী' গল্পের যে বিষয়ের সাদৃশ্য রয়েছে -
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
বিলাসী গল্পে উঁচু বংশের ছেলেকে বিয়ে করার ফলে মারধর করে বিলাসী এবং তার স্বামীকে গ্রাম ছাড়া করা হয়। গ্রাম বাসির মতে তারা অন্নপাপ করেছে। এখানে ফুটে উঠেছে নানীর প্রতি অত্যাচার, কুসংস্কার এবং তৎকালীন গ্রামীণ বিচার ব্যবস্থা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'বিলাসী' গল্পে 'ওপরের আদালতের হুকুমে'- বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
'গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।'
এখানে 'সুনাম' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।
'অ্যাঁ এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বলিল?'- 'বিলাসী' গল্পে কেন এই উক্তিটি করা হয়েছিল?