১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স
নিচের উক্তিগুলো ভালোমতো পড়ঃ
আয়তনমিতিক ফ্লাস্কের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়
পিপেট পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয়
টাইট্রেশন করতে গোলতলি ফ্লাস্ক ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশন বিক্রিয়া কনিকেল ফ্লাস্কে ঘটানো হয়। এটা সাধারণত 250 cm আয়তনের হয়ে থাকে। তবে প্রয়োজনবোধে ছোট-বড় বিভিন্ন আয়তনের কনিকেল ফ্লাস্ক পাওয়া যায় । টাইট্রেশন কাজে ব্যবহৃত হওয়ায় কনিকেল ফ্লাস্ককে টাইট্রেশন ফ্লাঙ্কও বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটি প্রাথমিক প্রমাণ পদার্থের বৈশিষ্ট্য নয়?
কোনটি ত্বক দ্বারা শোষিত হয় ?
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
উল্লেখিত আয়তনিক বিশ্লেষণের ক্ষেত্রে-
ব্যুরেটটিকে প্রথমে পানি ও পড়ে নমুনা HCl দ্বারা রিনস করতে হবে
বিকারের পরিবর্তে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা শ্রেয়
ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ক্ষয়কারক
নিচের কোনটি সঠিক?
একজন শিক্ষার্থী টেস্ট টিউবে এসিডীয় দ্রবণ তাপ দেওয়ার সময় তা বাম্পিং করে অপর শিক্ষার্থীর চোখে মুখে পড়লো। ল্যাব শিক্ষক 5% X দ্রবণ দিয়ে চোখ মুখ ধুয়ে ডাক্তারের কাছে পাঠালেন।
আক্রান্ত শিক্ষার্থী ও পরীক্ষা পরিচালনারত শিক্ষার্থীর ভুল ছিল
i. আক্রান্ত শিক্ষার্থী চোখে সেফটি গগলস বেবহার করে নাই
ii.টেস্টটিউবকে সঠিকভাবে তাপ দেয়া হয় নাই
iii.আক্রান্ত শিক্ষার্থী মুখে মাস্ক ব্যবহার করে নাই
নিচের কোনটি সঠিক,?