উচ্চস্তরের ভাষা
নিচের কোনটি 4GL?
চতুর্থ প্রজন্মের ভাষা বা 4th Generation Language কে সংক্ষেপে 4GL বলা হয়। এটি Non-Procedural ভাষা অর্থাৎ এই ভাষায় শুধু বলে দিতে হয় যে কী ফলাফল প্রয়োজন। কীভাবে কার্য সমাধান করতে হবে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এ প্রজন্মের ভাষার জন্য প্রসেসিং ক্ষমতা বেশি দরকার হয়। 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে Rapid Application Development (RAD) টুলও বলা হয়। ডেটাবেজকে নিয়ন্ত্রণ, পরিচালনা, কুয়েরি ও রিপোর্ট তৈরির জন্য এই ভাষা ব্যবহার করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কম্পিউটার সরাসরি বুঝতে পারে এমন একটি প্রোগ্রামিং ভাষা ব্যভহার করে লিমন একটি প্রোগ্রাম লিখল। মোসাদ্দেক আরেকটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করল যেটি কম্পিউটারের বোঝার জন্য অনুবাদের প্রয়োজন হয়।
উচ্চস্তরের ভাষার সুবিধা হলো-
i. ভুল হবার সম্ভাবনা বেশি
ii. প্রোগ্রামটি যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যাবে
iii. প্রোগ্রাম আকারে অপেক্ষাকৃত ছোট
নিচের কোনটি সঠিক?
চতুর্থ প্রজন্মের ভাষা-
i. খুব উচ্চ স্তরের ভাষা
ii. মধ্য স্তরের ভাষা
iii. নিম্ন স্তরের ভাষা
নিচের কোনটি সঠিক?
হাই লেভেল ভাষাকে কত ভাগে ভাগ করা যায়?