৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা
নিচের কোনটি ভৌত সাম্যাবস্থার উদাহরণ?
ক) চিনি (কেলাস) + পানি ⇌ চিনির সম্পৃক্ত জলীয় দ্রবণ: এটি একটি ভৌত পরিবর্তন। চিনি পানিতে দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এই দ্রবণে চিনি এবং পানি দুটিই আলাদা পদার্থ হিসেবে অবস্থান করে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ পানিতে নির্দিষ্ট পরিমাণ চিনি দ্রবীভূত হতে পারে। যখন এই সীমা অতিক্রম করা হয়, তখন অতিরিক্ত চিনি দ্রবীভূত হতে পারে না এবং দ্রবণের তলদেশে জমে থাকে। এই অবস্থাকে সাম্যাবস্থা বলে।
খ) বরফ ⇌ 0°C তে পানি: এটিও একটি ভৌত পরিবর্তন। বরফ গলে পানিতে পরিণত হয় এবং পানি জমে বরফে পরিণত হয়। 0°C তাপমাত্রায় এই দুটি প্রক্রিয়া একই হারে ঘটে এবং একটি গতিশীল ভারসাম্য স্থাপিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
In the decomposition of hydrogen peroxide, phosphoric acid acts as a-
সুক্রোজের আর্দ্রবিশ্লেষণে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে?
রসায়নিক সাম্যাবস্থার জন্য নিচের তথ্য/তথ্যসমূহ সঠিক?
i. তাপহারী বিক্রিয়ায় তাপ প্রদান করা হলে সম্মুখ বিক্রিয়া সংঘটিত হবে
ii. 10°C তাপ প্রদান করা হলে বিক্রিয়ার গতি দুই থেকে তিন গুন বৃদ্ধি পেতে পারে
iii. উৎপাদের ঘনমাত্রা কমালে সম্মুখ বিক্রিয়া সংগঠিত হবে
নিচের কোনটি সঠিক?
KCIO₃ থেকে অক্সিজেন তৈরির সময় কোনটি ধনাত্মক প্রভাব হিসেবে ব্যবহৃত হয়?