১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল
নিচের কোনটি স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
স্পিরিট ল্যাম্প (Spirit Lamp) : স্পিরিট ল্যাম্প হলো সাধারণ একটি প্রদীপ। এ প্রদীপের কাচ বা ধাতব পাত্রের মুখে সলিতা যুক্ত করার ব্যবস্থা আছে। এতে “মিথিলেটেড-স্পিরিট” জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথিলেটেড স্পিরিটট হলো প্রায় 95% রেকটিফাইড স্পিরিট (বা, 95.6% CHOH ও 4.4% পানি) এবং 5% মিথানল মিশ্রণ। কম তাপোৎপাদী
বলে বুনলেন দীপের অভাবে স্পিরিট ল্যাম্প ল্যাবরেটরিতে স্বল্প তাপের জন্য ব্যবহুত হয়। এতে অনুজ্জৃল শিখা উৎপন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই