৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
নিম্নলিখিত বিক্রিয়া গুলি সম্পূর্ণ কর।
(a) CH3-CS - NH2 + H2O →
(b) NH4Cl + CaO →
(c) As2S3 + O2 + H2O →
(d) NaAlO2 + H2O + NH4Cl →
(e) KMnO4 + H2S + H2SO4 →
নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করা হল:
(a)
এখানে থায়োয়ানিলিনের হাইড্রোলাইসিস ঘটে এবং প্রোপানয়িক অ্যাসিড ও অ্যামোনিয়া উৎপন্ন হয়।
(b)
ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের গরমের ফলে ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়।
(c)
আর্সেনিক ট্রাইসালফাইডের জারণের ফলে আর্সেনিক এসিড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
(d)
এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম অ্যালুমিনেট প্রতিক্রিয়া করে, ফলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়।
(e)
এই বিক্রিয়ায় শক্তিশালী জারণ ঘটনা ঘটে, যেখানে প্রাকৃতিক গন্ধহীন গ্যাস HS অক্সিজেন গ্রহণ করে সালফার উৎপন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাধারণত পানি দিয়ে আগুন নেভানাে হয়। কিন্তু নিচের কোন মৌলে পানি দিলে আগুন ধরে যায়?
Which one of the followings precipitated hydroxides is not green?
↓মৌল \ কোয়ান্টাম সংখ্যা→ | n | l | m | s |
X | 4 | 0 | 0 | +½ |
Y | 3 | 2 | +2 | -½ |
Y মৌলটির বৈশিষ্ট্য হলো-
রঙিন যৌগ গঠন করে
চৌম্বক ধর্ম প্রদর্শন করে
জটিল যৌগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ns1 যোজ্যতার মৌল পানিসহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে?