প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)
নিম্নের কোনটি ভ্রূণের এক্টোডার্ম থেকে তৈরি হয়?
ভ্রূণীয় স্তর | পূর্ণাঙ্গ প্রাণিদেহে পরিণতি |
|---|---|
এক্টোডার্ম | - ত্বকের এপিডার্মাল অংশ এবং ত্বকীয় গ্রন্থি, (ঘর্ম গ্রন্থি, তেল গ্রন্থি, স্তন গ্রন্থি), চুল, পালক, নখ, ক্ষুর, এক ধরনের শিং ও আইশ ৷ -চোখ ও অন্ত:কর্ণ। - ঠোঁট, জিহবা, পায়ুছিদ্রের অন্তঃআবরণ -পায়ুর আবরণ । • পিটুইটারি গ্রন্থি ও পিনিয়াল গ্রন্থির এপিথেলিয়াম আবরণ, -বৃক্কের মেডুলা - দাঁতের এনামেলসহ মৌখিক গহ্বর। -সমগ্র স্নায়ুতন্ত্র ও কিছু পেশী । -চোখের রেটিনা, কর্ণিয়া ও লেন্স এবং অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যারিরিন্থ |
মেসোর্ডাম | -অধিকাংশ পেশী; মেদকলা ও অন্যান্য যোজক কলা । -ডার্মিস, কয়েক ধরনের আঁইশ ও শিং এবং দাঁতের ডেন্টিন । - নটোকর্ড, মেরুদন্ড -কঙ্কালতন্ত্ৰ ৷ -রক্ত সংবহনতন্ত্র । চোখের বিভিন্ন অংশ -রেচন- জননতন্ত্রের অধিকাংশ । দেহগহ্বরের অন্ত:প্রাচীর -সিলোমিক এপিথেলিয়াম, মেসেন্টারি। -পৌষ্টিক নালীর বহি:স্তর । - লসিকা গ্রন্থি ও লসিকা - ইউস্টেশিয়ান নালী ও মধ্যকর্ণের আবরণ (কখনও কখনও) -বৃক্কের কর্টেক্স, পাকস্থলি ও অন্ত্রের পেশি কলা |
এন্ডোর্ডাম | -পৌষ্টিক নালীর আবরণ । -শ্বসনতন্ত্র, থাইরয়েড ও থাইমাস গ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয় - মধ্যকর্ণের আবরণ (কখনও কখনও) - টনসিল -রেচন- জননতন্ত্রের কিছু অংশ (কখনও কখনও -গলবিল, অন্ননালি, পাকস্থলি |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অমরার কাজ-
গ্যাসীয় বিনিময়
হরমোন নিঃসরণ
বিপাক ও প্রোটিন সংশ্লেষ
নিচের কোনটি সঠিক?
অমরা গঠনকারি বহিঃভ্রূণীয় পর্দা হলো-
মেসোডার্মাল স্তর থেকে উদ্ভুত কোনটি?
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনে ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে।
উদ্দিপকের অঙ্গটির কাজ-
নিচের কোনটি সঠিক?