৩.৪ আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋনাত্বকতা এর ওপর নিয়ামক এর প্রভাব
পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়-
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বা বিভব বলা হয়। একে Ei দ্বারা প্রকাশ করা হয়। Ei এর মান সব সময় ধনাত্মক।
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব বন্ধন,পরমাণুর আকার, গলনাংক কমতে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই