১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট
পিপেটের স্কেল কোন এককে দাগাঙ্কিত থাকে?
পিপেট প্রধানত দু’প্রকার- সাধারণ পিপেট ও দাগাঙ্কিত পিপেট (graduated pipette)। সাধারণ পিপেট দু মুখ খোলা সরু একটি কাচ নল দ্বারা নির্মিত। নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝখানে মোটা বাল্ব থাকে। ওপরের দিকে নলের চার পাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নির্ধারণ করা থাকে। বিভিন্ন পিপেট 0.5 mL থেকে শুরু করে 50 mL পর্যন্ত বিভিন্ন আয়তনের হয়ে থাকে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে টাইট্রেশন কাজের জন্য পিপেটের সাহায্যে মুখ দিয়ে HCl দ্রবণ টানার সময় মুখের মধ্যে কিছু দ্রবণ প্রবেশ করলে তা খেয়ে ফেলে।
পিপেটের সাহায্যে দ্রবণ নেয়ার ক্ষেত্রে বিকল্প কী ব্যবহার করতে পারতো?
টাইট্রেশনের জন্য একজন শিক্ষার্থী ব্যুরেটে H2SO4 দ্রবণ কনিকেল ফ্লাস্কে 10mL 0.1M Na2CO3 দ্রবণ নিল।
কনিক্যাল ফ্লাস্কে দ্রবণটি নেওয়ার জন্য কোন কাচ উপকরণ ব্যবহার করা সঠিক হবে?
50 mL তরল পদার্থ পরিমাপ করতে নিচের কোনটির ব্যবহার যথার্থ-