অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ
পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীপৃষ্ঠে কোন স্থানে বস্তুর ওজন-
পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীপৃষ্ঠে বস্তুর ওজন অপরিবর্তিত থাকবে। পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষজ ত্বরণে একটি ক্ষুদ্র পরিবর্তন হয়। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এই পরিবর্তনটি আর ঘটবে না, ফলে বস্তুর ওজন অপরিবর্তিতই থাকবে।
পৃথিবী ঘূর্ণনরত অবস্থায় অক্ষাংশে বস্তুর ওপর অভিকর্ষজ টান
ঘূর্ণন বন্ধ হলে,
সুতরাং, ঘূর্ণন বন্ধ হলে সবজায়গায় ওজন বেড়ে যাবে এবং বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি বাড়বে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
চিত্রে মসৃণ আনত তল বেয়ে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ- 
মহাকর্ষীয় ধ্রুবক 'G' মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না-
i.প্রবেশ্যতা
ii.প্রবণতা
iii.দিকদর্শিতা
নিচের কোনটি সঠিক?
6kg ভরের কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10m উচ্চতায় উঠিয়ে অতঃপর একে আনুভূমিক বরাবর 5m সরনো হলো। [g=9.8ms-2]
অভিকর্ষজ বলের দিকে সরণ কত?
অভিকর্মীর ত্বরণ 'g' এর তারতম্য এর ক্ষেত্রে কোনটির কোনো ভূমিকা নেই?