একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য
পেরিব্লেমা থেকে তৈরি হয় -
গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system): ত্বকীয় ও পরিবহনতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। আদি (fundamental) টিস্যুতন্ত্র নামেও এটি পরিচিত। এক বা একাধিক টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্র গঠিত। অনেক সময় প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা- এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে এই টিস্যুতন্ত্র গঠন করে থাকে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কাণ্ডের বহিরাবরণ কী নামে পরিচিত?
একবীজপত্রী উদ্ভিদের মূলে বিদ্যমান
i. বহিঃত্বকে কিউটিকল অনুপস্থিত
ii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়
iii. ভাস্কুলার বান্ডল অরীয়
নিচের কোনটি সঠিক?
শাকিব কচু গাছের একটি অংশ পর্যবেক্ষণ করে দেখতে পেল এর পরিবহন কলাগুচ্ছ অরীয়। উদ্ভিদের শীর্ষে আরো এক ধরনের টিস্যু বিদ্যমান যা পরবর্তীতে স্থায়ী টিস্যু সৃষ্টি করে।
প্যাসেজ সেল থাকে-