উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা
পোলার উপগ্রহের আবর্তনকাল কত?
ভূ-স্থির উপগ্রহগুলো ছাড়াও আরও এক ধরনের কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে ভূপৃষ্ঠ থেকে 700–800 km ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উপগ্রহগুলিকে মেরু বা পোলার উপগ্রহ বলে। এই উপগ্রহগুলোর আবর্তনকাল গ্রায় 110 মিনিট। যেহেতু এই উপগ্রগুলো ভূপৃষ্ঠের কাছে অবস্থিত; সুতরাং এগুলোর মাধ্যমে পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে কোনো সংকেত পৌঁছাতে সেকেন্ড সময় লাগে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভূ-পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূ-পৃষ্ঠের সমান্তরালে একটি নভােযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা
অনুভব করবে ? পৃথিবীর ব্যাসার্ধ = 6400 km এবং g = 9.8 m s]
80 kg ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে?
[পৃথিবীর ব্যাসার্ধ 6400 km ও তার ভর 6 × 1021 Ton]
কোনো গ্রহের একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষজ ত্বরণ ।
অন্য একটি গ্রহের সাথে গ্রহটির ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে ও ।
এক আলোক বর্ষ হলো-