বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক
বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক সাইনের জন্য নির্ধারিত চিহ্ন 1 হলে, সংখ্যাটি কোন ধরনের হয়?
চিহ্নযুক্ত সংখ্যা:
আমরা বাইনারি গণিতের ব্যবহার শিখেছি। কম্পিউটারে আমরা কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ-বিয়োগ করার নির্দেশ দিলে প্রথমে ডেসিমাল সংখ্যাটি বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়। প্রতিটি সংখ্যার। বা ০ এক এক বিট জায়গায় থাকে। আট বিট মিলে হয় এক বাইট)। কম্পিউটারে সংখ্যা আট বিটে বিন্যস্ত হয়। ধনাত্মক সংখ্যাটি যদি ছোট হয়, তাহলে ডানদিক থেকে সংখ্যা বসে বামদিকের বাকি ঘর শূন্য (0) দিয়ে পূরণ করে। তবে বাইনারি পদ্ধতিতে সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বুঝানোর জন্য সর্ববামের এক বিট ব্যবহার করা হয়। এ বিট 0 হলে সংখ্যাটিকে ধনাত্মক ৭। হলে সংখ্যাটিকে ঋণাত্মক ধরা হয়। চিহ্ন রাখার জন্য সর্ববামের এ বিটকে চিহ্ন বিট (Sign bit) এবং চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা সাইন্ড নাম্বার (Signed number) বলা হয়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করে। ঋণাত্মক সংখ্যার পরিণত করার মান জ্ঞাপনের জন্য তিনটি গঠন পদ্ধতি আছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব?
একটি সংখ্যাকে একবার নেগেটিভ করে আবার সেটিকে নেগেটিভ করলে কোন সংখ্যাটি পাওয়া যাবে?
(42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i. প্রকৃত মান গঠন
ii. ১-এর পরিপূরক গঠন
iii. ২-এর পরিপূরক গঠন
নিচের কোনটি সঠিক?
আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।