ধারক
বায়ু মাধ্যমে কোনো ধারকের সমান্তরাল পাত দুটির প্রতিটির ক্ষেত্রফল এবং তারা পরস্পর হতে দূরে অবস্থিত। ধারকটিকে আধানে চার্জিত করলে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। পর্রবর্তীতে পাত দুটিকে সমদ্বিখন্ডিত করে একই ব্যবধানে রেখে দুটি ধারক তৈরি করে শ্রেণি সমবায়ে সাজানো হলো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল 200 cm³ ও পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm। দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য তৈরির জন্য 1 nC চার্জ প্রদান করা হলো।
ধারকের পাতদ্বয়ের ক্ষেত্রফল । চিত্রে চাবিটি বন্ধ করে কে পূর্ণ চার্জ করা হুয়। এরপর চাবিটি খুলে চাবিটি বন্ধ করা হয়।



বর্তনীটিতে বায়ু মাধ্যমে ধারকগুলোর প্রতিটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 mm।
তিনটি ধারকেই প্রদেয় তিনটি স্থানের মধ্যেই অবস্থান পরিবর্তন করা যায়।