তড়িতচুম্বকীয় তরঙ্গ ও বর্নালী
বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত?
আলো বায়ুমন্ডলের অণুগুলোর দ্বারা অন্যান্য আলোর তুলনায় বেশি বিচ্ছুরিত হয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য কম। তাই বায়ুমন্ডল নীল দেখায়। এখন, যদি বায়ুমন্ডল না থাকে তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবেনা। তাই বায়ুমন্ডল না থাকলে আকাশের রঙ হতো কালো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হল-
i. তরঙ্গমুখে প্রতিটি কণার দশা অভিন্ন
ii. এক তরঙ্গদৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখ সমদশায় থাকে
iii. তরঙ্গমুখের অভিলম্ব বরাবর তরঙ্গ সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
এর একক নিম্নের কোনটির এককের সমান?
মিটার স্কেল এ লাল ও বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত?
কোন সেট সম্পূর্ণ তড়িৎ চৌম্বকীয় বিকিরন ভূত নয়?