বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
বৃক্ক বিকল হলে
রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর মাত্রা বেড়ে যায়
রক্তে লোহিত কণিকার পরিমাণ বেড়ে যায়
মূত্রের পরিমাণ কমে যায়
নিচের কোনটি সঠিক?
অতি অল্প, ঘন ও গাঢ় মূত্র ত্যাগ বা মূত্র একেবারেই না হওয়া
রক্তে নাইট্রোজেনজাত বর্জ্যপদার্থ সঞ্চিত হওয়া
শরীর ফুলে যাওয়া (অতিরিক্ত পানি দেহে জমে যাওয়ায়)
পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা (flank pain)
ক্ষুধামন্দা, বমি-বমি ভাব ও বমি করা
উচ্চ রক্তচাপ
রক্ত পায়খানা
হাত-পায়ে সংবেদ কমে যাওয়া
অর্নেকক্ষণ ধরে/হেঁচকি তোলা
ঘন ঘন শ্বাস
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎসস্থল—
পিটুইটারি গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি
হৃৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?
বৃক্কের কর্টেক্স অবস্থানকারী নেফ্রনের অংশ হলো—
গ্লোমেরুলাস
হেনলির লুপ
ডিস্টাল প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?