মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া
বৃক্কের সমস্ত নেফ্রনের সম্মিলিত দৈর্ঘ্য কত?
বৃক্কের গঠন ও কাজের একককে নেফ্রন (nephron) বলে। এক একটি নেফ্রন এক একটি মূত্র সৃষ্ণকার। মানুষের প্রত্যেক বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ কার্যরত নেফ্রন দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ৮৫\% কর্টের্সে এবং ১৫\% মেড়লায় অবস্থিত। প্রতিটি নেফ্রন প্রায় ৩ সে.মি. দীর্ঘ এবং সমসুত নেফ্রনের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ৭২-৮০ কিলোমিটার। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে ১২৫ ঘন সে.মি. তরল পদার্থ পরিস্লুত হয়। একটি বৃক্কের সম্মিলিত নেফ্রনের দৈর্ঘ ৩৬ কি.মি. এবং ২ টির ৭২ কি.মি.
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বৃক্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে
সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা বেষ্টিত
বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা ওপরে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?

উদ্দীপকে উল্লিখিত x অংশে জমা থাকে-
প্রোটিন
গ্লুকোজ
ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
নেফ্রনের কোন অংশে আল্ট্রাফিল্ট্রেশন হয়?
বৃক্কের গঠন ও কাজের একক হলো-