মহাকাশ অভিযান ও প্রতিরক্ষা
মহাকাশে মানুষ বহনকারী প্রথম নভোযানের নাম কী?
ভস্টক-1 ছিল পৃথিবী থেকে মহাকাশে প্রথম মানব অবকাশযুক্ত উড়ান, যা ১২ এপ্রিল, ১৯৬১ সালে রূস কস্মনাটোভাৰ, গাগাৰিনক ও পবেল বেলোভোডে এসে সাফল্যের সাথে উদ্ধার হয়। এই উড়ানটি মানুষের মহাকাশে প্রথম ভ্রমণ হিসাবে পরিচিত। ভস্টক-1 উড়ানটি সারা বিশ্বে চলাকালীন বিশ্ব যুগের সর্বাধিক গৌরবময় মুহূর্তের একটি। এটি মানুষের মহাকাশের পথে এক নতুন যুগের উদ্ভব করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
চন্দ্রে অবতরনকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশ যানের নাম-
মঙ্গল গ্রহে নাসার পাঠানো রোবট যানের নাম কি?
GPS এর পূর্ণনাম কী?
সিরাজের বন্ধু ধীরাজ সেনা কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সম্পর্কে সিরাজকে ব্যাখ্যা করছিলেন। অধিকাংশ প্রতিরক্ষা শিল্পেরেই একটি নির্দিষ্ট বিভাগ থাকে যা শুধুমাত্র মিলিটারি সফটওয়্যারের উন্নয়নের কাজে নিয়োজিত। এই সফটওয়্যারগুলো বিভিন্ন হার্ডওয়্যার যেমন- দীর্ঘ পরিসরের রাডার, জি পি এস ই ইত্যাদিতে ব্যবহৃত হয়। যুদ্ধক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে- i) যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচার করা যায় ii) সৈন্যরা কমান্ডারের কাছ থেকে সরাসরি নির্দেশনা পায় iii) সৈন্যরা তাদের গতিপথ নির্ধারণ করতে পারে নিচের কোনটি সঠিক?