১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
মাইক্রো অ্যানালাইসিসের ব্যবহৃত নমুনার পরিমাণ কত ?
যে বিশ্লেষণ পদ্ধতিতে 0.02g - 0.005g কঠিন নমুনা এবং 0.2ml- 1ml আয়তনের তরল নমুনা ব্যবহার করে বিশ্লেষণ কার্য সম্পন্ন করা হয় তাকে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিকে মিলিগ্রাম বিশ্লেষণও বলা হয়। এ বিশ্লেষণ পদ্ধতি অত্যন্ত আধুনিক এবং খুব সামান্য পরিমাণ নমুনা পদার্থ নিয়ে একই সাথে গুণগত ও পরিমাণগত বিশ্লেষণ করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাইক্রো ও সেমিমাইক্রো পদ্ধতির পার্থক্য হচ্ছে-
i. উভয় পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ঘনমাত্রা ভিন্ন হওয়া
ii. মাইক্রো পদ্ধতিতে বিশ্লেষণে সেমিমাইক্রোর তুলনায় নমুনার পরিমাণ 0.01 ভাগ কম হওয়া
iii. মাইক্রো পদ্ধতিতে বিশ্লেষণ করতে বিশেষ সতর্কতা অবলম্বন করা
নিচের কোনটি সঠিক?
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
বিকারে Na2CO3 দ্রবণ নিতে শিক্ষার্থীকে কোন গ্লাস সামগ্রি ব্যবহার করা সঠিক হবে?
রসায়ন ল্যাবে ব্যবহৃত আয়তন পরিমাপের সূক্ষতা কত?
পলবুঙ্গি নিক্তির লেভেল সঠিক করার জন্য ঘুরানো হয়-
সামনে ডান পাশের স্ক্রু
সামনে বাম পাশের স্ক্রু
পিছনে মাঝের স্ক্রু
নিচের কোনটি সঠিক?