মাইটোসিস ও এর ধাপ
মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোনটি সঠিক?
মাইটোসিসের প্রাথমিক ধাপে, প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো সঙ্কুচিত হয়ে এবং ক্রোমোসোমীয় নৃত্য শুরু হয়, যা কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলোর জলযোজনের পর-
ভাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে
এদেরকে মোটা ও খাটো দেখায়
এরা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে
কোনটি সঠিক?
ক্রোমোজমাল নৃত্য পরিলক্ষিত কোষ বিভাজনের কোন পর্যায়ে?
কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডলযন্ত্র অদৃশ্য হয়ে যায় ?
কোষ বিভাজনের কোনো এক দশায় প্রতিটি ক্রোমোসোম আকর্ষণ তন্ত্রর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। আবার আর এক ধরনের কোষ বিভাজনের সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে ইংরেজি 'X' অক্ষরের ন্যায় যুক্ত থাকে।