ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিটোসাইটগুলাে কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
মশকী দ্বারা গৃহীত হলে এদের গ্যামিটোগনি (যৌন জনন) শুরু হয়। তবে মানুষের রক্তে গ্যামিটোসাইট গুলো ৭ দিন পর্যন্ত সক্রিয় থাকে ও পরে নষ্ট হয়ে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
A + B → জাইগোট উওসিস্ট C (মানবদেহ)
ম্যালেরিয়া পরজীবী গুলোর সুপ্তিকাল কত?
তিতলি ও বিতলির মারাত্মক জ্বর হলো। তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল যে, তিতলির জ্বরের জীবানুটিতে কোন জীবিত কোষীয় অঙ্গাণু নেই এবং বিতলির জ্বরের জীবাণুটির কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন।
বিতলির জ্বরের জীবানুটির বৈশিষ্ট্য হলো -
i. এদের দুইটি পোষক প্রয়োজন
ii. ইহা এককোষী
iii. ইহা পরজীবী
নিচের কোনটি সঠিক ?