মাসি-পিসি
মাসি-পিসির সমস্ত মন জুড়ে কীসের ভাবনা রয়েছে?
সে কোনদিক সামলাবে? মাসিপিসির সেবা-যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ-মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কী করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি-বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে। পাল্লা দিয়ে মাসিপিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল, পেল যদি তো খেয়ে না-পেল যদি তো না-খেয়েই। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না-খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি; একদিন মাসি বলে পিসিকে, 'একটা কাজ করবি বেয়াইন? তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে।'
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গোকুল কাদের ঘরে আগুন দিয়েছিল?
বিধবা মরিয়ম বড়ো ফুপুর সহযোগিতায় একটি চায়ের দোকান দেয়। এলাকার বখাটে যুবক রাসু নানাভাবে তাতে বাধার সৃষ্টি করে। ফুপু এবং মরিয়মের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে রাসু অতঃপর সটকে পড়ে।
মরিয়ম ও ফুপুর কর্মকাণ্ডে 'মাসি-পিসি' গল্পে মাসি- পিসির কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?
i. স্বাবলম্বন
ii. আত্মরক্ষা
iii. সংঘশক্তি
নিচের কোনটি সঠিক?
'মাসি-পিসি' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
গাঁয়ের সাধু বৈদ্য ওসমানেরা কাঁঠাল গাছের ছায়ায় ঘুপটি মেরে বসে থাকার কারণ হচ্ছে-
i. আহ্লাদিকে তুলে নিয়ে যাবার কৌশল গ্রহণ
ii. মাসি-পিসির ঘরে আগুন দেওয়ার কৌশল গ্রহণ
iii. মাসি-পিসির অবর্তমানে তাদের বাড়িতে ঢোকার কৌশল গ্রহন,
নিচের কোনটি সঠিক?