সমাস
'মিঠে কড়া' কোন সমাস?
পল মিশ্রিত অন্ন = পলান্ন, জ্যোৎস্না শোভিত রাত = জ্যোৎস্নারাত পল মিশ্রিত অন্ন = পলান্ন হাসি মাখা মুখ = হাসিমুখ চালে ধরে যেন কুমড়া = চালকুমড়া ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধিত পাষা | সাহায্যকে প্রাপ্ত = সাহায্যপ্রাপ্ত বইকে পড়া = বইপড়া মন দ্বারা গড়া = মনগড়া স্কুল থেকে পালানো = স্কুলপালানো কানে কানে যে কথা = কানাকানি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি। | তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার সেতার = সে (তিন ) তারের সমাহার ত্রিফলা = ত্রি (তিন) ফলের সমাহার নবরত্ন = নব (নয়) রত্নের সমাহার পঞ্চবটী = পঞ্চ (পাঁচ) বটের সমাহার পঞ্চনদ =পঞ্চ ( পাঁচ ) নদীর সমাহার পশুরী = পাঁচ সেরের সমাহার সপ্তর্ষি = সপ্ত (সাত) ঋষির সমাহার সপ্তাহ = সপ্ত (সাত ) অহের সমাহার |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই