হিসাববিজ্ঞান
মিসেস রেক্সনা ১ এপ্রিল ২০১৬ সালে ২,২০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করেন যার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ৬,০০০ টাকা এবং আয়ুষ্কাল ১৫ বছর। এটি ব্যবহার উপযোগীর জন্য ১০ এপ্রিল ৩৭,২৫০ টাকা ব্যয় হয়। ৩১ ডিসেম্বর সম্পত্তিটির অবচয় কত টাকা হবে?
অবচয় = (সম্পত্তির ক্রয়মূল্য + ব্যয়) - ভগ্নাবশেষ মূল্য/আয়ুস্কাল = (২,২০,০০০ + ৩৭,২৫০) - ৬,০০০/১৫ =১৬,৭৫০ টাকা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আর্থিক বৎসরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকের ইক্যুইটি ছিল ৪১৮ টাকা। উক্ত বৎসরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বৎসর শেষে মালিকের ইক্যুইটির পরিমান-
সমাপনী মজুদ কম দেখালে বেশি দেখানো হবে-
কোন একটি প্রতিষ্ঠানের কর হার, কর-বাদ মুনাফার ২০%। কর-পূর্ব মুনাফার পনিমাণ ২০,০০০ টাকা হলে করের পরিমাণ কত?
একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারদের মধ্যে বণ্টিত হবে-