এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
মূলের বৈশিষ্ট্য—
i. কর্টেক্সে হাইপোডার্মিস অনুপস্থিত
ii.মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত
iii. জাইলেম Y বা V আকৃতির
নিচের কোনটি সঠিক?
মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ
i. ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী মূলরোম থাকে ।
ii. অধঃত্বক অনুপস্থিত।
iii. কর্টেক্স-এ অধঃত্বক নাই, কেবল অন্তঃত্বক আছে।
iv. পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত।
v. ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত।
vi. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। জাইলেম এক্সার্ক।
vii. জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬ এর অধিক। (দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত ২-৪টি)।
viii. মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মূলের বহিরাবরণের নাম কী?
যে পত্ররন্ধ্রের চতুর্দিকের সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায় তাকে বলে—
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?
গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপাদান-
প্যারেনকাইমা
কোলেনকাইমা
অ্যারেনকাইমা
নিচের কোনটি সঠিক?