মেশিন ভাষা
যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়?
কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসেব করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক রয়েছে- 1 ও ০। এই দুটি অঙ্ক ব্যবহার করেই প্রসেসরের জন্য বিশেষ সংকেত তৈরি করা হয়। ০ ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম, তাকে বলে মেশিন কোড (machine code), আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কে অবজেক্ট প্রোগ্রাম বলে।যা নিম্নস্তরের ভাষা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রথম প্রজন্মের ভাষা কোনটি?
প্রয়োগ বৈশিষ্ট্যর ভিত্তিতে কম্পিউটার ভাষাকে কত ভাগে ভাগ করা যায়?
প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা কোনটি ?
Questionনাফিজা ম্যাডাম ICT ক্লাসে প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচন করছিলেন। তিনি বললেন অনেক আগে ও ব্যবহারে করে প্রোগ্রাম লেখা হতো। বর্তমানে C প্রোগামিং ভাষাটি খুবই জনপ্রিয়। তিনি ভাষার উপর বিশদ ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রীদের 6 এবং 12 সংখ্যা দুটির ল.সা.গু. নির্ণয়ের জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লিখতে বললেন।