সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
■বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সম্পূর্ণ কাব্যগ্রন্থ (১৮৮০) এবং দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
■ রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার চার বছর পূর্বে অর্থাৎ মাত্র পনেরো বছর বয়সে কাব্যটি লিখেন।
■ এ কাব্যের কবিতাগুলো ধারাবাহিকভাবে ১২৮২ অগ্রহায়ণ থেকে ১২৮৩ আশ্বিন-কার্তিক পর্যন্ত 'জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব' (সম্পাদক শ্রীকৃষ্ণ দাস) নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। কাব্যটি আটটি সর্গে বিভক্ত।
■রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- সন্ধ্যা সঙ্গীত (১৮৮২), প্রভাত সঙ্গীত (১৯৮৩), মানসী (১৮৯০)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"এপারেতে ছোটো খেত, আমি একেলা।"
এই চরণটিতে 'আমি' বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে?
'সোনার তরী' কবিতায় 'বিদেশ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে
সেদিন তুমি কি ধন দিবে উহারে ?
ভরা আমার পরানখানি
সম্মুখে তার দিব আনি,
শূন্য বিদায় করব না তো উহারে
মরণ যেদিন আসবে তোমার দুয়ারে ।
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবনকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
উদ্দীপকে 'সোনার তরী' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?