জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া
লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে-
নিউমেটোফোরের সাহায্যে শ্বাসকার্য চালায়
বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়
অঙ্কুরিত বীজ ভ্রূণমূলের ভারে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য:
লোনামাটির উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো থাকে।
এদের ভদ্ভমূল বা ঠেসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে।
মাটিতে O₂, কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল বা নিউমেটোফোর সৃষ্টি হয়।
মাটির নিচের শাখা মূল থেকে শ্বাসমূল মাটির উপরে উঠে আসে।
এদের গায়ে শ্বাসছিদ্র থাকে, যা দিয়ে বায়ু থেকে O₂ গ্রহণ করে।
মূলের অভ্যন্তরে (কর্টেক্স-এ) বড় বড় বায়ুকুঠুরী থাকে।
লোনামাটির উদ্ভিদে প্রস্বেদন কম হয়।
অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো-
চির সবুজ বৃক্ষ
শ্বাসমূল
মাটির pH 7 এর কাছাকাছি
উপরের কোনটি সঠিক?
সাভানা বায়োমে পাওয়া যায়-
এন্টিলোপ
কাঠবিড়াল
খেক শিয়াল
নিচের কোনটি সঠিক?
লোনামাটির অধিকাংশ প্রজাতির পাতা-
পুরু
পাতলা
মাংসল
নিচের কোনটি সঠিক?
মরুজ উদ্ভিদের অভিযোজন-
আকারে ছোট
কান্ড ও পাতা রসালো
ত্বকে কিউটিকল অনুপস্থিত
নিচের কোনটি সঠিক ?