লালসালু
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
লালসালু উপন্যাসে মাতব্বর রেহান আলীর উল্লেখ মজিদ আওয়ালপুরে প্রবেশের সময়ের ঘটনায় পাওয়া যায়। পরবর্তীতে কোথাও মাতব্বর রেহান আলীর উল্লেখ পাওয়া যায়না; তাই খালেক ব্যাপারীকেই মাতুব্বর বলে ভুল হয়।
কিন্তু প্রকৃতপক্ষে মাতব্বর রেহান আলী ও খালেক ব্যাপারী দুজন ভিন্ন ব্যক্তি।
উপন্যাসের শুরুর অংশ দেখলে এই বিষয়টি স্পষ্ট হবে-
“শীর্ণ লোকটি চীৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল। জোয়ান মদ্দ কালু মতি, তারাও ছিল। কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন।”
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?
মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিলো?
কাজল সাহেব সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করে। অবশ্য সন্তান লাভের আশায় এই বিয়েতে তার প্রথম স্ত্রীর সম্মতি ছিল। বিয়ের পর তার সে আশা পূরণ হয়নি। শেষ পর্যন্ত তার দ্বিতীয় স্ত্রীর সন্তান না হওয়ার কারণে পিরের পানি পড়া খাওয়াতে গেলে বিপত্তি বাধে। দ্বিতীয় স্ত্রী কাজলকে হুমকি দেয়। এই হুমকিতে তার মধ্যে দোদুল্যমানতার সৃষ্টি হয়।