নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব
ল্যাব কক্ষে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে--
i. সুইচ
ii. রিপিটার
iii. ব্রীজ
নিচের কোনটি সঠিক?
সুইচ (Switch): হাব থেকে কিছুটা উন্নত সিগন্যাল গ্রহণ করে যেটি সরাসরি কম্পিউটারে তথ্য প্রদান করতে পারে তাকে সুইচ বলে। দেখতে সুইচ ও হাব একই রকম হলেও ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের গ্রাহকদের। মধ্যে ডেটা আদান-প্রদান করে। এ কারণে সুইচের দাম হাব থেকে বেশি। সুইচের সুবিধা হচ্ছে এতে ডেটা আদান-প্রদানে বিঘ্ন ঘটে না এবং Virtual LAN (VLAN) ভার্চুয়াল লেন ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনেক ল্যাব পরিবেশে, একটি নেটওয়ার্ক তৈরির জন্য সাধারণত একটি সুইচ ব্যবহৃত হয়। যদি ল্যাবে সিগনাল সম্প্রসারণের বা বিভিন্ন নেটওয়ার্ক অংশ সংযুক্ত করার প্রয়োজন হয়, তবে রিপিটার বা ব্রীজও ব্যবহৃত হতে পারে। তবে, ল্যাব নেটওয়ার্কিংয়ের জন্য সবচেয়ে সাধারণ ডিভাইস হল সুইচ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব না?
মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
নিচের উদ্দীপকটি পড়ো প্রশ্নের উত্তর দাও:
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একইসাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিচ্ছে।
উদ্দীপকে নেটওয়ার্কের ধরণ হচ্ছে-
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
পৃথক সার্ভার ব্যতিত দুই বা ততোধিত কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে কী বলে?