শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন হলো-
লেপ্রোজ লাইকেন (Leprose lichens):
এদের দৈহিক গঠন সবচেয়ে সরল প্রকৃতির। এতে ছত্রাকের হাইফিসমূহ একটি অথবা ছোট একগুচ্ছ শৈবাল কোষকে আবৃত করে রাখে। সুস্পষ্ট ছত্রাক আবরণী দ্বারা শৈবাল কোষসমূহ সম্পূর্ণরূপে আবৃত হয় না। এ সরল প্রকৃতির লাইকেন সমগ্র অবলম্বনের (substratum) উপরিতলে অনেকটা পাউডারি প্রলেপের মতো জন্মে। উদাহরণ- Lepraria incana ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
লাইকেন থেকে কী পাওয়া যায়?
নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?
i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট
ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা
iii. এদের রাইজাইন আছে
নিচের কোনটি সঠিক?
বায়ুদূষক নির্দেশক কোনটি?
ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়।