বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক
সাঈদ একজন প্রভাষক। তিনি কলেজে শিক্ষার্থীদের যোগ শিখানোর সময় ১+১ এর যোগফল লিখলেন। কিন্তু শিক্ষার্থীরা বুঝতে না পারায় তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা করলেন। সাঈদ স্যারের শিখানো পদ্ধতির নাম কী?
বাইনারি যোগের ক্ষেত্রে ১+১=১০ হয়।
অন্যদিকে বুলিয়ান উপপাদ্য অনুসারে ১+১=১ হয়।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব?
আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।
(11001)2 - (10111)2 এর মান কোনটি ?
এর বাইনারি-