১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
সার্টেরিয়াস ব্যালেন্সের মাঝখানে শুন্যদাগ, সর্বডানে 50, রাইডার ওজন 5mg রাইডার ধ্রুবকের মান কত ?
সারটোরিয়াস ব্যালেন্সের বেলায় বিমের মাঝখানে 0 দাগ এবং ডানে ও বামে 50টি করে দাগ থাকে। এক্ষেত্রে 5 mg রাইডার ব্যবহৃত হলে রাইডার ধ্রুবক হবে (5 mg ÷ 50) = 0.0001 g এবং 10 mg রাইডার ব্যবহৃত হলে রাইডার ধ্রুবক হবে (10 ÷ 50) = 0.0002g। রাইডার বাম দিকের দাগে থাকলে রাইডারজনিত ওজন পাল্লায় রাখা ওজন থেকে বিয়োগ করতে হবে এবং ডানদিকের দাগে থাকলে রাইডারজনিত ওজন পাল্লায় রাখা ওজনের সাথে যোগ হয় । কিন্তু পল-বুঙ্গির বেলায় রাইডারজনিত ওজন সব সময় পাল্লায় রাখা ওজনের সাথে যোগ হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই