অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিনযুক্ত হয়ে সিনাপটিক ক্লেফট এ বেরিয়ে আসে?
নবের ভিতরকার তরলে (কোষমধ্যস্থ তরলে) অবস্থিত মাইটোকন্ড্রিয়ার নিষ্ক্রিয় ATP- ase (অ্যাডেনোসিন ট্রাইফসফাটেজ) এনজাইমকে সক্রিয় করে ।
সক্রিয় ATP - ase এনজাইম ATP- কে ভেঙ্গে তা থেকে জৈবশক্তি বের করে ।
এ জৈবশক্তি সিন্যাপটিক নবে অবস্থিত অ্যাসিটাইল কোলিন নামে রাসায়নিক প্রেরক পদার্থে পূর্ণ থলিগুলোকে বিদীর্ণ করে । ফলে অ্যাসিটাইল কোলিন বেরিয়ে পড়ে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?

শিক্ষক বললেন, মানুষের বৃক্কের ওপর অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও ADH নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে ।
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি —-
i. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে
ii. ভয়, আনন্দ ও শোক প্রকাশে ভূমিকা রাখে
iii. দেহরসের অভিস্রবণিক ঘনত্ব বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে ছোট শক্তিশালী গুরুত্বপূর্ণ গ্রন্থিটি দেহের অন্যান্য অংশে অবস্থিত গ্রন্থিগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।