পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র ও এর হরমোনাল ক্রিয়া
সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ?
সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে সেমিনাল ভেসিকল অঙ্গ । নিচে পুংজননতন্ত্রের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করা হলো:
i. শুক্রাশয় – শুক্রাণু উৎপন্ন করা এবং টেস্টোস্টেরণ নামক হরমোন ক্ষরণ করা এর প্রধান কাজ ।
ii. এপিডিডাইমিস – নিষেক ক্ষমতা বাড়ায় এবং শুক্রাণুদের সতেজ রাখে।
iii. ভাস ডিফারেন্স – সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন ।
iv. সেমিনাল ভেসিকল - সিমেন উৎপন্ন ও শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কাজ করে ।
v. ক্ষেপননালী সেমিনাল থলিকার ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌছে দেয় ।
vi. স্ক্রোটাস – শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা ও শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে ।
vii. শিশ্ন – মূত্রনালীর মাধ্যমে বীর্য স্ত্রী জননতন্ত্রের অভ্যন্তরে প্রেরণ করে।
viii. প্রস্টেট গ্রন্থি – গ্রন্থি নিঃসৃত তরল সিমেনের পরিমাণ বাড়ায়।
ix. কাওপার এর গ্রন্থি – সঙ্গমের সময় মিউকাসের মতো পদার্থ ক্ষরণ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্তন্যপায়ী প্রাণীতে জার্মিনাল কোষগুলোর ফাঁকে ফাঁকে যে কোষ দেখা যায় তাকে বলে-

উদ্দীপকের চিত্রটিতে-
সমকোণে দুইটি সেন্ট্রিওল থাকে
মাইটোকন্ড্রিয়া ফ্ল্যাজেলাম সঞ্চালনের শক্তি যোগায়
অ্যাক্রোসোম নিউক্লিয়াসকে ঢেকে রাখে
নিচের কোনটি সঠিক?
পুরুষ প্রজননতন্ত্রের অংশ কোনটি?
পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো হলো—
i.বার্থোলিন গ্রন্থি
ii.কওপার গ্রন্থি
iii.প্রোস্টেট গ্রন্থি
নিচের কোনটি সঠিক?