১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
সেমিমাইক্রো-অ্যানালিটিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত পদার্থের পরিমাণ হলো-
সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.05g - 0.2g কঠিন নমুনা ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.005g - 0.02g কঠিন নমুনা ব্যবহার করা হয়।
২. সেমি মাইক্রো পদ্ধতিতে 2ml - 4ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.2ml - 1ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।
৩. সেমি মাইক্রো বিশ্লেষণে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ ও কাঠামো নির্ণয় করতে ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে অধঃক্ষেপণ পদ্ধতিসহ বেয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক ক্রোমাটোগ্রাফি ও স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়।
৪. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে বেশি হয়। কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে কম হয়।
৫. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
বিকারে Na2CO3 দ্রবণ নিতে শিক্ষার্থীকে কোন গ্লাস সামগ্রি ব্যবহার করা সঠিক হবে?
রসায়ন ল্যাবে ব্যবহৃত আয়তন পরিমাপের সূক্ষতা কত?
পলবুঙ্গি নিক্তির লেভেল সঠিক করার জন্য ঘুরানো হয়-
সামনে ডান পাশের স্ক্রু
সামনে বাম পাশের স্ক্রু
পিছনে মাঝের স্ক্রু
নিচের কোনটি সঠিক?
সেমিমাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে-
নমুনা লবণ 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম ব্যবহার করা হয়
পৃথকীকরণ, ধৌতকরণ দ্রুত করা সম্ভব
H2S গ্যাসের পরিবর্তে CH3CSNH2 ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?