এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যঃ
১। এই টিস্যুর কোষ গুলো বিভাজিত হতে পারেনা
২। কোষ গুলো বেশীর ভাগ সময় মৃত হয়। তবে, যে সব কোষ জীবিত ঠাকে, তাদের সাইটোপ্লাজম কম হয়।
৩। নিউক্লিয়াস ছোট ও কোষের কিনারার দিকে থাকে।
৪। কোষ গহবর থাকে।
৫। কোষ প্রাচীর বেশ পুরু ঠাকে ও এতে নানান ধরণের নকশা দেখা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মূলের বহিরাবরণের নাম কী?
যে পত্ররন্ধ্রের চতুর্দিকের সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায় তাকে বলে—
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?
গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপাদান-
প্যারেনকাইমা
কোলেনকাইমা
অ্যারেনকাইমা
নিচের কোনটি সঠিক?